ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাস শূন্য রাজধানী, দুর্ভোগে নগরবাসী

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
বাস শূন্য রাজধানী, দুর্ভোগে নগরবাসী বাস শূন্য রাজধানী, ছবি: শেখ জাহিদ

ঢাকা: পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে বাস শূন্য হয়ে পড়েছে পুরো রাজধানী। বুধবার (০১ মার্চ) সকাল থেকে নগরীর কোনো সড়কে পাবলিক পরিবহনের দেখা মিলছে না।

তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে উচ্চ মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীরা। কেননা আজ এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে দুর্ভোগে পড়েছেন অফিস‍গামীসহ সাধারণ মানুষও।

রাজধানীর নতুন বাজার এলাকায় সাইফুল নামে এক এসএসসি পরীক্ষার্থী বাংলানিউজকে বলেন, আমার পরীক্ষা সেন্টার খিলগাঁও হওয়া সকালেই বাসা থেকে বের হয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস পাচ্ছি না। দূরের রাস্তা হওয়ায় রিকশাও যেতে চাচ্ছে না।
 
সাইফুলের মা সাইমা ইসলাম বলেন, ছেলের পরীক্ষা থাকায় সকাল পৌনে সাতটায় বাসা থেকে বের হয়েছি। কিন্তু এখন অবধি কোনো বাস পাচ্ছি না। আবার সিএনজি পেলেও মুহূর্তের মধ্যে বুক হয়ে যাচ্ছে। এখন যে কি কিভাবে ছেলেকে নিয়ে পরীক্ষা সেন্টারে যায়?

অফিসগামী মোক্তার হোসেন বলেন, বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন সেটা অযৌক্তিক। কেননা তাদের দাবি দাওয়া থাকতে পারে এ বিষয়ে তারা সরকারের সঙ্গে বসে আলোচনা করতে পারে। কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে হয়রানির করার কোনো মানে হয় না। প্রায় ঘণ্টা দেড়েক দাঁড়িয়ে থেকেও অফিসে যাওয়ার মতো বাস পাচ্ছি না। ফলে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রতি ক্ষোভপ্রকাশ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতিদিন বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যান। কিন্তু শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে গাড়িগোড়া বন্ধ। কিভাবে যে বিশ্ববিদ্যালয়ে যাবো?

বাসচালক জামির হোসেন ও এবং সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

তাজুল ইসলাম মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টায় বাংলানিউজকে বলেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭/আপডেট: ০৯৪০ ঘণ্টা
এসজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।