তবে সকাল থেকেই রাস্তার পাশে দুর্ভোগে পড়া মানুষের ঢল লক্ষ্যণীয়।
মিরপুর-১০ নম্বর গোল চত্বরে ট্রাফিক ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে বাস নেই।
বাসচালক জামির হোসেন ও এবং সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
তাজুল ইসলাম মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টায় বাংলানিউজকে বলেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমআইএস/বিএস