বুধবার (১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে গাবতলী এলাকায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে দাঙ্গা পুলিশকে নিয়ে ৠাব ও পুলিশ অভিযানে নামলে এ সংঘর্ষ বাঁধে। তার আগে একটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে থাকা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন, মিরপুর-পল্লবীসহ ওই এলাকার সব থানার ওসি এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ধর্মঘটীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা তৎপর হয়েছেন। অভিযানকালে পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার মামলায় ঘাতক বাসের চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কোনো রকম ঘোষণা ছাড়াই মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন শ্রমিকরা। এই ধর্মঘট পালনে গাবতলী সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। রাতে কয়েক দফায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এরপর সেই ধর্মঘট বুধবারও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আর এ দিন সকালেই আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালো পরিবহন শ্রমিকরা।
তাদের কর্মসূচির কারণে রাজধানীসহ সারাদেশের মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে। অ্যাম্বুলেন্সের গাড়িকে আটক করে রোগীকে পর্যন্ত মারধর করার খবর শোনা গেছে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭/আপডেট ১১০৯ ঘণ্টা
জিএমএম/এইচএ/
আরও পড়ুন
** ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ
** ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট
** পরিবহন ধর্মঘটে দুর্ভোগে নাকাল রাজধানীবাসী
** পরিবহন ধর্মঘট,ঝুঁকি নিয়েই পিকআপ ভ্যানে নারীরা
** মার খেলো রোগী, রেহাই পেলো না লাশবাহী গাড়ি
** গণপরিবহন নেই নগরীতে
** গাবতলীতে সড়কে আগুন, আইন-শৃঙ্খলা বাহিনীর ফাঁকা গুলি
** গাবতলীতে পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষ, রেকার ভ্যানে আগুন
** পুলিশের রেকারে আগুন, সাত অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহন ভাঙচুর