বুধবার (১ মার্চ) গভীর রাতে উপজেলার মহান্দি গ্রামের সুধাময় বসুর ছেলে কল্যাণ বসুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কল্যাণ বসু বাংলানিউজকে জানান, রাত ৩টার দিকে আট/নয় জনের একদল ডাকাত তার বাড়ির বারান্দার কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে।
এদিকে, সকালে খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ