ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৬টি এসএমজি ও রাইফেল উদ্ধার করেছে র‌্যাব-৭। বুধবার (১ মার্চ) ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাব-৭ এর একটি দল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানে যায়। এসময় ওই এলাকায় ৬টি এসএমজি ও রাইফেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব অস্ত্র কক্সবাজারের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং র‌্যাবের মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি পরিদর্শনে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

তবে এ বিষয়ে র‌্যাব এর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।