মিরপুর ১০ নম্বর এলাকায় গণপরিবহন সংকটের কারণে কর্মস্থলে যেতে গাড়ির অপেক্ষায় সাধারণ মানুষজন। কোনো যাত্রীবাহী বাস না থাকায় সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস এবং পিকআপভ্যানে করেও গন্তব্যে যাওয়ার চেষ্টা।
সকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে বাস না থাকায় এসএসসি পরীক্ষার্থীসহ চাকরিজীবীরাও গন্তব্যে যেতে সীমাহীন দুর্ভোগে পড়েছে।
কোনো যানবাহন না পেয়ে রিকশায় করে কর্মক্ষেত্রে যাচ্ছেন মানুষজন। বাস না থাকায় নির্দিষ্ট গন্তব্যে যেতে পিকআপভ্যানে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে মানুষজনকে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরআইএস/এসএইচ