ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-রাশিয়া আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি স্বাক্ষর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
বাংলাদেশ-রাশিয়া আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ-রাশিয়া আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি স্বাক্ষর

ঢাকা: বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (০১ মার্চ) বেলা পৌনে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী অ্যালেক্সি গুরুজদেব মস্কোতে আগেই এ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।

তার পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই. ইগনটিভ চুক্তিপত্রটি স্বাক্ষর অনুষ্ঠানে আনলে বাংলাদেশের পক্ষে তা স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর শেষে মাহমুদ আলী বলেন, এ চুক্তি স্বাক্ষরের ফলে সবক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। বছরে পর্যায়ক্রমে দু’দেশের রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করি এ চুক্তির ফলে দু’দেশের সম্পর্ক আরো জোরদার  হবে।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এ ধরনের চুক্তি বিশ্বের অনেক দেশের সঙ্গে রাশিয়ার রয়েছে। এর ফলে জ্বালানি, শিক্ষা, বাণিজ্যের মতো বিভিন্ন বিষয়ে দুই দেশ তাদের করণীয় নির্ধারণ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।