বুধবার (১ মার্চ) সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একের পর এক বাস ও অটোরিকশা থামিয়ে জোর করে যাত্রীদের নামিয়ে দিতে দেখা যায়।
দিনমজুর শরাফত বাংলানিউজকে বলেন, আমি নবীনগর থেকে প্রতিদিন মোহাম্মদপুর এলাকায় আসি মাটি কাটার লাগি।
অন্যদিকে অটোরিকশা থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাঁশ দিয়ে পিটিয়ে চালক ও যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে।
প্রতিবাদ করছেন না কেন জানতে চাইলে চালক বলেন, পাগল হয়েছেন। এই রাস্তায় আমাকে গাড়ি চালাতেই হবে। তাদের বিরুদ্ধে কথা বললে আমরা গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে।
কিছুটা এগিয়ে সামনে যেতেই দেখা যায় স্থানীয় শ্রমিক পরিবহন নেতারা লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছেন। বারবার হুমকি দিচ্ছেন কেউ গাড়ি বের করলে খবর আছে।
মূল ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সোমা ইসলাম বলেন, আমার অফিস সায়েণ্স ল্যাবে। না কোনো বাস পাচ্ছি না সিএনজি। রিকসা ভাড়া চাচ্ছে ২শ টাকা। জনগণের এমন পরিস্থিতিতে সরকার কি কিছুই করবেন না!
বাস, অটোরিকশায় চড়তে ব্যর্থ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দেখা যায় শত শত মানুষ হেঁটেই রওয়ানা দিয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
ইউএম/এএ