ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশা থেকেও নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রী

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
অটোরিকশা থেকেও নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রী অটোরিকশা অবরোধ করেও নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের/ছবি: বাংলানিউজ

ঢাকা: শুধু যাত্রীবাহী বাস নয়, অটোরিকশা থেকেও জোর করে যাত্রীদের নামিয়ে অবরোধ সৃষ্টি করছেন পরিবহন শ্রমিকরা। বাস একেবারেই কম চলায় অটোরিকশায় তিন-চার গুণ বেশি ভাড়া দিয়ে উঠেও তাই গন্তব্যে পৌঁছাতে পারছেন না কর্মমুখী মানুষ।

বুধবার (১ মার্চ) সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একের পর এক বাস ও অটোরিকশা থামিয়ে জোর করে যাত্রীদের নামিয়ে দিতে দেখা যায়।

দিনমজুর শরাফত বাংলানিউজকে বলেন, আমি নবীনগর থেকে প্রতিদিন মোহাম্মদপুর এলাকায় আসি মাটি কাটার লাগি।

৫ ট্যাকা, ১০ ট্যাকা বাস ভাড়াই বেশি আমার জন্য। বাস থেইক্যা নামায়া দিলো। আমার কি দোষ। না আইলে কাজ করমু ক্যামনে। এখন না হয় আসছি, বাড়ি ফিরমু ক্যামনে তাই ভাবতাছি।

অন্যদিকে অটোরিকশা থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাঁশ দিয়ে পিটিয়ে চালক ও যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবাদ করছেন না কেন জানতে চাইলে চালক বলেন, পাগল হয়েছেন। এই রাস্তায় আমাকে গাড়ি চালাতেই হবে। তাদের বিরুদ্ধে কথা বললে আমরা গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে।

কিছুটা এগিয়ে সামনে যেতেই দেখা যায় স্থানীয় শ্রমিক পরিবহন নেতারা লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছেন। বারবার হুমকি দিচ্ছেন কেউ গাড়ি বের করলে খবর আছে।

মূল ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সোমা ইসলাম বলেন, আমার অফিস সায়েণ্স ল্যাবে। না কোনো বাস পাচ্ছি না সিএনজি। রিকসা ভাড়া চাচ্ছে ২শ টাকা। জনগণের এমন পরিস্থিতিতে সরকার কি কিছুই করবেন না!

বাস, অটোরিকশায় চড়তে ব্যর্থ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দেখা যায় শত শত মানুষ হেঁটেই রওয়ানা দিয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
ইউএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।