ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হরতালের চেয়েও ভয়াবহ পরিবহন ধর্মঘট!

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
হরতালের চেয়েও ভয়াবহ পরিবহন ধর্মঘট! বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রী

খুলনা: হরতালে অ্যাম্বুলেন্স চলে। কিন্তু পরিবহন ধর্মঘটে তাও চলতে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা। হরতালে ইজিবাইক, মাহেন্দ্র চললেও এ ধর্মঘটে ক্ষীপ্ত শ্রমিকরা তাও চলতে দিচ্ছেন না। হরতালের চেয়ে পরিবহন ধর্মঘট আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করছে। 

বুধবার (০১ মার্চ) পরিবহন ধর্মঘট চলাকালে যশোর যেতে না পেরে খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গায় এমন মন্তব্য করেন মিলন নামের এক যাত্রী।  

তিনি অভিযোগ করেন, গত দুইদিন মাহেন্দ্রে চড়ে ভেঙ্গে ভেঙ্গে যশোরে যাওয়া-আসা করলেও আজ পারছেন না।

শ্রমিকরা গাড়ি চালাতে দিচ্ছেন না। গাড়িতে উঠলেই বাধা দিচ্ছেন। ইট-পাটকেল মারছেন।

ধর্মঘট চলাকালে বুধবার খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন শ্রমিকরা।
 
এদিকে ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবদুর রহিম বক্স দুদুকে গ্রেফতারের গুজব শুনে মঙ্গলবার রাতে নগরীর দৌলতপুর, মানিকতলা, পাওয়ার হাউজ মোড়ে ৭-৮টি ইজিবাইক, মাইক্রোবাস ও বাস ভাংচুর করেছেন পরিবহন শ্রমিকরা।
 
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনা। ধর্মঘটে খুলনা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। আবার কোনো বাস খুলনায় আসছেও না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ।  

লাগাতার পরিবহন ধর্মঘটের কারণে সড়ক পথে চলাচল বন্ধ থাকায় ট্রেনে উপচেপড়া ভিড় দেখা গেছে। খুলনা রেলওয়ে স্টেশনে টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অনেকে অপেক্ষা করছেন। সিট না পেয়ে অনেকে ট্রেনে দাঁড়িয়ে যাচ্ছেন।  
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।