ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বোটানিক্যাল গার্ডেনে গাছে যুবকের ঝুলন্ত মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
বোটানিক্যাল গার্ডেনে গাছে যুবকের ঝুলন্ত মরদেহ

ঢাকা: রাজধানীর জাতীয় উদ্ভিদ উদ্যানের (বোটানিক্যাল গার্ডেন) থেকে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে উদ্যানের গর্জন বাগানে একটি গাছের ডালে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আমরা জানতে পারি গার্ডেনের গর্জন বাগানে একটি মরদেহ ঝুলছে।

তখন পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাম-পরিচয় না মিললেও যুবকের পরনে রয়েছে প্যান্ট ও শার্ট।

থানার আনুষ্ঠানিকতা শেষ করে এ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
জিএমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।