ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অপেক্ষায় মুজিবনগরবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অপেক্ষায় মুজিবনগরবাসী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অপেক্ষায় মুজিবনগরবাসী

মেহেরপুর: প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে কথা বলার জন্য অপক্ষোয় রয়েছে মুজিবনগরবাসী। বুধবার (০১ মার্চ) সকাল থেকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভিড় জমিয়েছে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর ও মুজিবনগর কমপ্লেক্সে।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যেমে ‘শতভাগ বিদ্যুতায়িত উপজেলা’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলায় ৪৫ কোটি টাকা ব্যয়ে ১০ এনভিএ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর আওতায় ৩০২ কিলোমিটারের মধ্যে ২১ হাজার ৫৭১টি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতে মুজিবনগরে ছয় মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণ হবে।

ভিডিও কনফারেন্স উপলক্ষে মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ  খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রশিদুল কবীর মান্নাফ, পল্লী বিদ্যুতের ডিজিএম শামীম পারভেজসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।