ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ট্রাক্টরচাপায় সেনা সদস্যসহ নিহত ২  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
ধামইরহাটে ট্রাক্টরচাপায় সেনা সদস্যসহ নিহত ২    

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাক্টরের চাপায় এক সেনা সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চানকুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনা সদস্য ফরহাদ হোসেন (২৮) ও ধামইরহাট উপজেলার বস্তাবর গ্রামের ওসমান আলীর ছেলে মুন্না (২৫)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার চানকুড়ি মোড়ে একটি বালুবোঝাই ট্রাক্টরে জয়পুরহাটের দিকে যাচ্ছিল।

এ সময় ট্রাক্টরটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলের দুই আরোহী ফরহাদ ও মুন্না নিহত হন।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর আধুনিক হাসপতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।