ঢাকা: রাজধানীর পূর্ব কদমতলিতে পুলিশের গুলিতে আহত হয়েছেন সাইদুল (২৪) নামে ডাকাতদলের এক সদস্য। এসময় এএসআই কামাল হোসেন ও কনস্টেবল রুহুলও আহত হন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৩টার দিকে প্রিয়া ক্যাডেট স্কুলের পাশে মনিরের বাড়ির সামনের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
কদমতলি থানান উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ক্যাডেট স্কুলের পাশে ডাকাত সাইদুলসহ ১০/১২ জন বসে আছে।
এ সংবাদের ভিত্তিতে সেখানে গেলে তারা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। তখন পুলিশ গুলি করলে সাইদুলের ডান পায়ের হাঁটুতে গুলি লাগে। বাকিরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
এসআই আরও জানান, সাইদুল ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি। এবং ডাকাত বিল্লালের দলের সদস্য।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এজেডএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।