ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হাতিবান্ধায় বয়লার বিস্ফোরণে ৩ নারী শ্রমিক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
হাতিবান্ধায় বয়লার বিস্ফোরণে ৩ নারী শ্রমিক দগ্ধ হাতিবান্ধায় বয়লার বিস্ফোরণ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় চাল কলের বয়লার বিস্ফোরণে ৩ নারী শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে বড়খাতা এলাকার হাছেন আলী মেম্বরের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ওই এলাকার রাহিলা বেগম (৩৮) ও রেহানা বেগম (৪০) ।

অপরজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই চাল কলে ধান গ্যাস (সিদ্ধ) করতে থাকেন কয়েকজন নারী শ্রমিক। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে ৩ শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রাহিলা ও রেহানার অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।