বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বায়েজিদ বাংলানিউজকে জানান, ভোরে প্রত্যক্ষদর্শীরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙা ও দরজা খোলা অবস্থায় আগুন জ্বলতে দেখেন।
আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষের সব আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয় তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ