ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে বিদ্যালয়ে আগুন,আসবাব-কাগজপত্র পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
আশুগঞ্জে বিদ্যালয়ে আগুন,আসবাব-কাগজপত্র পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বায়েজিদ বাংলানিউজকে জানান, ভোরে প্রত্যক্ষদর্শীরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙা ও দরজা খোলা অবস্থায় আগুন জ্বলতে দেখেন।

সেসময় তারা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষের সব আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।