ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পরিবহন ধর্মঘটে স্থবির সিলেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
পরিবহন ধর্মঘটে স্থবির সিলেট বাস না পেয়ে যাত্রীর ভোগান্তি

সিলেট: পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে সারাদেশের মতো সিলেটেও সড়কপথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
 

সিলেট থেকে আন্তঃজেলা বাস চলাচল ও আঞ্চলিক সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের নৈরাজ্যের কারণে সিলেটে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।

 

মঙ্গলবারের (২৮ ফেব্রুয়ারি) মতো বুধবার (০১ মার্চ) সকাল থেকেই কার্যত অচল রয়েছে সিলেটের সড়ক যোগাযোগ। তবে যাত্রীবাহী দু’একটি সিএনজিচালিত অটোরিকশা চলাচলের চেষ্টা করলেও শ্রমিকদের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। শ্রমিকরা যাত্রীদের নামিয়ে দিয়ে ওসব অটোরিকশা নিজেদের নিয়ন্ত্রণে নেন।  

সরেজমিন সিলেটের চন্ডিপুল, বাবনা পয়েন্ট, কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও নগরীর প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর ঘুরে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক। শ্রমিকরা লাঠিসোটা হাতে অবস্থান করছেন। যাত্রীবাহী গাড়ি দেখলেই তা ভাঙচুরে তেড়ে আসছেন।  

বাদ যাচ্ছে না বয়স্ক, নারী ও শিশু বহনকারী যানবাহনও। নিরুপায় হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সবাই।
 
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিভূতি ভূষণ বাংলানিউজকে বলেন, যেহেতু কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে, তাই আমরা শুধু নিরাপত্তার বিষয় দেখছি।  
সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলানিউজকে বলেন, আমরা শ্রমিকদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মঘট পালনের জন্য বলেছি। বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ের তাই এখান থেকে আমাদের কিছুই করার থাকছে না।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।