ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অহেতুক ইংরেজি বলবেন না, খাদ্য অধিদপ্তরকে মন্ত্রী কামরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
অহেতুক ইংরেজি বলবেন না, খাদ্য অধিদপ্তরকে মন্ত্রী কামরুল বক্তৃতা করছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: কাশেম হারুন

ঢাকা: কর্মশালায় ইংরেজিতে কথা বলায় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর চটেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি কর্মকর্তাদের ‘অহেতুক’ ইংরেজি বলতেও মানা করেছেন।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় খাদ্য মজুদ ও বাজার তদারকি ব্যবস্থা’ শীর্ষক কর্মশালায় বক্তৃতা করছিলেন তিনি।  

খাদ্য অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় প্রথমে অধিদপ্তরের কর্মকর্তারা ইংরেজিতে বক্তব্য দেন।

বেলা পৌনে ১১টায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই খাদ্যমন্ত্রী ইংরেজিতে কথা বলায় অধিদপ্তরের কর্মকর্তাদের ভর্ৎসনা করেন।

তিনি বলেন, অহেতুক ইংরেজি কথা বলার প্রবণতা ত্যাগ করুন। মাত্রই তো ফেব্রুয়ারি মাস শেষ হলো, আর বাংলা শেষ হয়ে গেলো! এখানে সবাই আমরা বাঙালি। ইংরেজি কথা অনেকে বোঝেনও না। তাহলে বলে লাভটা কী? নাকি বিশ্বব্যাংক ইংরেজিতে কথা বলার জন্য প্রেসক্রিপশন দিয়েছে। আমরা ঋণ নিয়েছি, ভিক্ষা নয়। বাংলাকে সম্মান করুন। অর্বাচীনের মতো করবেন না।  

খাদ্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার খাদ্য নিরাপত্তায় শতভাগ সফল হয়েছে। দেশের সব খাত তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। তাহলে খাদ্য বিভাগ কেন পিছিয়ে থাকবে। তাই আমরা এই খাতকে আধুনিকায়নের কাজ করছি। এই খাতকেও ডিজিটালাইজড করতে হবে।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য সচিব সৈয়দ কায়কোবাদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
ইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।