ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালন খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালন

খাগড়াছড়ি: কর্তব্য পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকালে খাগড়াছড়ি নতুন পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন সিআইডি পুলিশের ডিআইজি রওশন আরা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. আওরংজেব মাহবুব, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী ও খাগড়াছড়ি-৬ এপিবিএন’র অধিনায়ক মো. জামসেদ আলী।

দিনটি উপলক্ষে দায়িত্ব পালনকালে নিহত খাগড়াছড়ি জেলার তিন পুলিশ সদস্য এসআই পরেশ কুমার ত্রিপুরা, নায়েক সু-সময় চাকমা ও অরুন বিকাশ চাকমার পরিবারকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।