বুধবার (১ মার্চ) সকালে খাগড়াছড়ি নতুন পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন সিআইডি পুলিশের ডিআইজি রওশন আরা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. আওরংজেব মাহবুব, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী ও খাগড়াছড়ি-৬ এপিবিএন’র অধিনায়ক মো. জামসেদ আলী।
দিনটি উপলক্ষে দায়িত্ব পালনকালে নিহত খাগড়াছড়ি জেলার তিন পুলিশ সদস্য এসআই পরেশ কুমার ত্রিপুরা, নায়েক সু-সময় চাকমা ও অরুন বিকাশ চাকমার পরিবারকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এনটি