ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
নাটোরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে আলমগীর হোসেন (৩৫) নামে এক বখাটে হামলা চালিয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে ইন্টারনেটের যন্ত্রাংশসহ আসবাবপত্র।

বুধবার (১ মার্চ) দুপুর ১টার সময় এ ভাঙচুরের ঘটনা ঘটে। বখাটে আলমঙ্গীর হোসেন উপজেলার বেলঘড়িয়া শিবপুর বালিয়াডাঙ্গা এলাকার ইউসুফ আলীর ছেলে।

বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুর একটার দিকে তার কার্যালয়ে সদস্যদের নিয়ে মিটিং করছিলেন। এসময় আলমঙ্গীর হোসেন নামে ওই বখাটে যুবক আকষ্মিকভাবে এসে তথ্য সেবা কেন্দ্রে ঢুকে হাতুরি দিয়ে এলোপাতাড়িভাবে ইন্টারনেটের যন্ত্রাংশগুলো ভাঙচুর করে।

এসময় উপস্থিত লোকজন এগিয়ে এলে সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু কি কারণে সে এ হামলা চালিয়েছে তা তিনি কিছুই জানেন না। তবে বখাটে আলমঙ্গীর হোসেন প্রায় নেশাগ্রস্ত থাকেন। সম্প্রতি তার মায়ের ঘরও ভেঙে দিয়েছে বলে জানান তিনি।

ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সাখাওয়াত হোসেন জানান, তার সঙ্গে আগের কোনো বিরোধ ছিল না। কিন্তু কী কারণে হঠাৎ এই হামলা তা তিনি নিজেও বুঝতে পারছেন না। এ হামলায় বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ ভেঙে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান ও ইউএনওকে জানানো হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান বাংলানিউজকে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও উদ্যোক্তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।