বুধবার (০১ মার্চ) সকাল ১১টার দিকে শার্শা উপজেলার নাভরণ মহিলা কলেজের সামনে থেকে দু’জনকে আটক করা হয়।
আটক দু’জন হলেন- যশোরের কোতোয়ালি থানার আলমনগর পূর্বপাড়ার বাবর আলীর ছেলে মনির হোসেন তৌহিদ (২৩) ও একই থানার ঘোষপাড়া শংকরপুর এলাকার বাবু শেখের ছেলে রানা শেখ (৩৪)।
শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, নাভরণ মহিলা কলেজের সামনে মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে আটক দু’জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এজেডএইচ/আরবি/টিআই