ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে এসএমই পণ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
বান্দরবানে এসএমই পণ্য মেলা শুরু বান্দরবানে এসএমই পণ্য মেলা শুরু

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০১৭ শুরু হয়েছে। বুধবার (০১ মার্চ) বিকেল ৪টায় এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স ও সোনালী ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

এসময় বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মার্মা, বান্দরবান উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি লালছানি লুসাই প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ নেয়।

নিজস্ব উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে ছয় দিনব্যাপী এ মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। আগামী ৬ মার্চ এ মেলার সমাপ্তি হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।