বান্দরবান জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স ও সোনালী ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মার্মা, বান্দরবান উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি লালছানি লুসাই প্রমুখ।
নিজস্ব উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে ছয় দিনব্যাপী এ মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। আগামী ৬ মার্চ এ মেলার সমাপ্তি হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এনটি