বুধবার (১ মার্চ) দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আহ্বানের প্রেক্ষিতে ঢাকাসহ সারাদেশে সবরকমের যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। ‘কর্মবিরতি’ শেষে রাস্তায় গাড়ি নামান পরিবহন শ্রমিকরা।
এ বিষয়ে গাবতলী বাস টার্মিনালের সামনে ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন বাংলানিউজকে বলেন, নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিকদের আইনি সহযোগিতার আশ্বাস দেওয়ার পর ‘কর্মবিরতি’ থেকে সরে এসেছি আমরা।
তিনি বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। আইনকে আইনের মাধ্যমেই মোকাবেলা করতে হবে। আর আমাদের এটা ধর্মঘট ছিল না, নিরাপত্তার হুমকি মনে করে শ্রমিকরা কর্মবিরতিতে যায়।
এ পরিবহন শ্রমিক নেতা আরও বলেন, বিষয়টি আমরা আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছি। বৈঠকে আমাদের আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিধায় আমরা কাজে ফিরে যাচ্ছি। সারাদেশে যান চলাচল শুরু হয়েছে।
আব্বাস উদ্দিন বলেন, যাত্রীদের সব নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। আমরা মাঠে আছি, যেখানে প্রতিবন্ধকতা হবে সেখানে প্রতিরোধ করা হবে।
নৌপরিবহনমন্ত্রীর আহ্বানের পর বিকেল সাড়ে ৩টার দিকে গাবতলী বাস টার্মিনাল থেকে দু’একটি করে গাড়ি ছাড়তে শুরু করে।
টার্মিনালের মাইকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে মর্মে ঘোষণা দিয়ে সবাইকে গাড়ি বের করারও আহ্বান জানানো হয়।
এসময় পুরো টার্মিনাল এলাকায় টহল দিতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
পিএম/এইচএ/