ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
বনশ্রীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর বনশ্রীতে বাইসাইকেল চুরির অভিযোগে মো. মানিক (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে বনশ্রী ই ব্লক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল বাংলানিউজকে জানান, ওই যুবক বনশ্রীর ই ব্লকের একটি বাড়িতে বাইসাইকেল চুরি করতে যায়।

এ সময় বাড়ির লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলেসহ দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
এজেডএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।