রাজশাহী: অবশেষে রাজশাহী জেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
পরিষদের নিজস্ব জায়গায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে নয় তলা বিশিষ্ট ওই ভবনটি নির্মাণ করা হবে।
বুধবার (০১ মার্চ) দুপুরে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, জেলা পরিষদের বর্তমান অস্থায়ী কার্যালয়টির অবস্থা খুবই জরাজীর্ণ। নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা পরিষদ তার নিজস্ব ভবনে যাবে। সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর তিনি ভবনের নির্মাণ কাজ শুরুর প্রচেষ্টা শুরু করেন।
এর সূত্র ধরেই ভবন নির্মাণের জন্য নতুন করে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
এ উপলক্ষে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর কোর্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে পরিষদের ওই জায়গা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে আলী আহমেদ বলেন, এখানে ভূমি জরিপ ও মাটি পরীক্ষা করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদন করা নকশাও মন্ত্রণালয়ে পৌঁছেছে। ভবন নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে যে প্রস্তাবনা পাঠানো হয়েছে, সেটি এখন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আশা করা যাচ্ছে কমপ্লেক্স ভবনটি নির্মাণের জন্য জুন মাস নাগাদ দরপত্র আহ্বান করা যাবে।
এর আগে পাঁচ বছর দায়িত্বে থাকাকালেও পুনরায় সেখানে ভবনের নির্মাণ কাজ শুরু করতে পারেননি রাজশাহী জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলু। গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আলী সরকার। দায়িত্ব নিয়েই পরিষদের নতুন ভবনের জন্য তৎপরতা শুরু করেন তিনি।
১৮৮৫ সালে রাজশাহী জেলা পরিষদ গঠন করা হয়। জেলা পরিষদ কার্যালয়ের জন্য পরের বছর বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পাশে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ভবনটি ২০১০ সালে ভেঙে ফেলা হয়। পরে কার্যালয়টি মহানগরীর শ্রীরামপুর এলাকার একটি একতলা ভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চলছে জেলা পরিষদের সকল কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসএস/এএটি/আরআই