বুধবার (০১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মইনউদ্দিন এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মো. দুলাল মিজি (৩০), আক্তার হোসেন (২১), সাহেব আলী (৩২), বশির ভূঁইয়া (২৭), মনির হোসেন (২৬), মো. শাহিদ উল্যাহ (২৮)।
ইউএনও আবু হাসনাত মো. মঈনউদ্দিন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হাইমচর নৌ-পুলিশ অভিযান চালিয়ে মেঘনা নদীতে জাটকা নিধন অবস্থায় ওই ছয় জেলেকে আটক করে।
পরে বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরবি/