ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামের নিহত ১৭ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
কুড়িগ্রামের নিহত ১৭ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা কুড়িগ্রামের নিহত ১৭ পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা

কুড়িগ্রাম: বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় নিহত কুড়িগ্রামে জন্ম নেওয়া ১৭ পুলিশ সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে সহকর্মীরা।

পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭ উপলক্ষে বুধবার (০১ মার্চ) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সদর থানার পাশে অস্থায়ী মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম পুলিশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান পুলিশ সুপার মেহেদুল করিম।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে পরে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

নিহতদের স্মরণে এবারই প্রথম জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল-ডে পালিত হলো।

এসময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্য এবং অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহানসহ জেলার প্রতিটি থানার ওসি উপস্থিত ছিলেন।

এর আগে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনস থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।