ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ভিজিডির চাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
রাঙামাটিতে ভিজিডির চাল বিতরণ রাঙামাটিতে ভিজিডির চাল বিতরণ

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নে ২০০ জন এবং ৩নং সাপছড়ি ইউনিয়নে ১৬৬ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ মার্চ) বিকেল ৩টার দিকে স্ব-স্ব ইউনিয়নে এসব চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমাসহ স্ব-স্ব ইউনিয়নের সদস্যরা।

চাল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বাংলানিউজকে জানান, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে দু’বেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে এজন্য এই ভিজিডি চাল বিতরণ করা হচ্ছে। মগবান ও সাপছড়ি ইউনিয়নের পক্ষে  দুঃস্থ নারীদের মধ্যে ভিজিডির অধীনে ১০ মেট্রিক টন ৯৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে দুই বছর মেয়াদী এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।