বুধবার (০১ মার্চ) বিকেল ৩টার দিকে স্ব-স্ব ইউনিয়নে এসব চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমাসহ স্ব-স্ব ইউনিয়নের সদস্যরা।
চাল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বাংলানিউজকে জানান, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে দু’বেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে এজন্য এই ভিজিডি চাল বিতরণ করা হচ্ছে। মগবান ও সাপছড়ি ইউনিয়নের পক্ষে দুঃস্থ নারীদের মধ্যে ভিজিডির অধীনে ১০ মেট্রিক টন ৯৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে দুই বছর মেয়াদী এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এনটি