ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
সাতক্ষীরায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

সাতক্ষীরা: সাতক্ষীরায় দায়িত্ব পালন কর‌তে গি‌য়ে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার (১ মার্চ) জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আলতাফ হোসেন তাদের স্মরণে সাতক্ষীরা পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় নিহত পুলিশ সদস্য জিএম ওমর ফারুকের জন্য তার পরিবারের সদস্যদের কাছে সম্মাননা দেওয়া হয়। এসময় জিএম ওমর ফারুকের পরিবারের পক্ষে তার বাবা আহম্মদ আলী গাজী, মা মর্জিনা বেগম, ভাই জিএম আলী আকবর ও মেয়ে জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাতক্ষীরা সদর সা‌র্কে‌লের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা পারভীন, তালা সা‌র্কে‌লের সিনিয়র সহকারী পুলিশ সুপার আতিকুল হক, কা‌লিগঞ্জ সা‌র্কে‌লের সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর), হুমায়ুন কবির, ডিএ‌সবির সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মিজানুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, পুলিশ সদস্য জিএম ওমর ফারুক ২০১৩ সা‌লের ৩ মার্চ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানায় কর্মরত থাকাকালে জামায়াত-শিবিরের নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।