বুধবার (১ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম।
তিনি বলেন, আগামী ৮ মার্চ নারী দিবসে শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করবে মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ ৭০টি নারী সংগঠন, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম ‘সামাজিক প্রতিরোধ কমিটি’ এবং গার্লস নট ব্রাইডস বাংলাদেশ, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ও জাগো বাংলাদেশ।
আয়েশা খানম বলেন, জাতীয় সংসদে বিশেষ বিধান বহাল রেখেই বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ পাস হওয়ার প্রতিবাদে আগামী ৮ মার্চ শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করবে নারী সংগঠনগুলো। এছাড়া রাষ্ট্রপতিকে স্মারলিপি দেওয়া হবে।
বিলটি সংসদে পাস হলেও রাষ্ট্রপতি বিলে সই করেননি। রাষ্ট্রপতি যদি এ বিষয়ে সিদ্ধান্ত না নেন তাহলে নারী দিবসে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, এ আইন কার্যকর হলে মাতৃ ও শিশু মৃত্যুর হার বাড়বে। এছাড়া নারীশিক্ষার চলমান ধারা ব্যাহত হবে।
তিনি আরও বলেন, ২০১৪ সাল থেকেই আমরা বিয়ের বয়স ১৮ বছর করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির ধারা ব্যাহত হতে দেবো না।
আমরা চাই না কোনো নারী পারিবারিক নির্যাতনের শিকার হোক।
এ সময় উপস্থিত ছিলেন-গার্লস নট ব্রাইডস বাংলাদেশ, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ও জাগো বাংলাদেশসহ বিভিন্ন নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরএটি/আরআইএস/এএ