ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে নিহত ৯ পুলিশ সদস্যের স্মরণে স্মৃতিস্তম্ভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
দিনাজপুরে নিহত ৯ পুলিশ সদস্যের স্মরণে স্মৃতিস্তম্ভ

দিনাজপুর: দায়িত্ব পালনকালে নিহত নয় পুলিশ সদস্যেকে শ্রদ্ধা জানাতে দিনাজপুরে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

পুলিশ মেমোরিয়াল ডে ২০১৭ উপলক্ষে বুধবার (০১ মার্চ) বিকেলে দিনাজপুর পুলিশ লাইনে এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান মিজান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজেম উদ্দীন প্রমুখ।

পরে স্মৃতিস্তম্ভের ফলকে নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিহত নয় পুলিশ সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল জামান, পুলিশ পরিদর্শক মোজাফর আহমেদ, হাবিলদার ইব্রাহিম মণ্ডল, কনস্টেবল হারুন অর রশিদ, মোজাহার আলী, শরিফুল ইসলাম, মনজের আলী, আক্তারুজ্জামান ও মামুনি খাতুন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।