বরিশাল সদর উপজেলার কর্নকাঠিতে সজীব মৃধার মেসার্স রোজ ব্রিকসে অভিযান চালিয়ে লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেইন খানের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এদিকে, পিরোজপুর জেলার কাউখালি উপজেলার ঘোষনতারা এলাকার বনি আমিনের মেসার্স এইচ এম বি ব্রিকসকে (পাঁজা) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী চাকমার উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আরেফিন বাদল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমএস/এনটি