ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল ও পিরোজপুরে দুই ইটভাটাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
বরিশাল ও পিরোজপুরে দুই ইটভাটাকে জরিমানা

বরিশাল: বরিশাল ও পিরোজপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। বুধবার (০১ মার্চ) পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বরিশাল সদর উপজেলার কর্নকাঠিতে সজীব মৃধার মেসার্স রোজ ব্রিকসে অভিযান চালিয়ে লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেইন খানের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া এ অভিযান পরিচালনা করেন।

এদিকে, পিরোজপুর জেলার কাউখালি উপজেলার ঘোষনতারা এলাকার বনি আমিনের মেসার্স এইচ এম বি ব্রিকসকে (পাঁজা) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী চাকমার উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আরেফিন বাদল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।