তাদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, পুলিশের ব্যবহৃত দু’টি লাঠি, একটি ওয়াকিটকি ও একাধিক ভুয়া ওয়ারেন্ট কাগজ।
বুধবার (০১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।
ওই দশজন হলেন, এনামুল হক (৪০), মিঠু খান (৫০), হেলাল (৩৬), শেখ মোজাম্মেল হোসেন (৪৪), মনির হোসেন (৩৬), মাসুদ রানা (২৯), মাসুদ করিম (৩২), নূরুল ইসলাম (৩২), নুরুজ্জামান ওরফে মোক্তার (৪৫) এবং কুদ্দুছ (৩০)।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর হকের নেতৃত্বে ফাঁদ পেতে তাদের আটক করা হয়। তারা মূলত ছিনতাইকারী চক্রের সদস্য।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এএটি/আইএ