ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ১০ ভুয়া ডিবি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
সোনারগাঁওয়ে ১০ ভুয়া ডিবি আটক সোনারগাঁওয়ে ১০ ভুয়া ডিবি আটক-ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুইটি প্রাইভেটকারসহ ১০ ভুয়া ডিবি সদস্যকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, পুলিশের ব্যবহৃত দু’টি লাঠি, একটি ওয়াকিটকি ও একাধিক ভুয়া ওয়ারেন্ট কাগজ।

বুধবার (০১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

ওই দশজন হলেন, এনামুল হক (৪০), মিঠু খান (৫০), হেলাল (৩৬), শেখ মোজাম্মেল হোসেন (৪৪), মনির হোসেন (৩৬), মাসুদ রানা (২৯), মাসুদ করিম (৩২), নূরুল ইসলাম (৩২), নুরুজ্জামান ওরফে মোক্তার (৪৫) এবং কুদ্দুছ (৩০)।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, দুপুরে থানার  উপ-পরিদর্শক (এসআই) আব্দুর হকের নেতৃত্বে ফাঁদ পেতে তাদের আটক করা হয়। তারা মূলত ছিনতাইকারী চক্রের সদস্য।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।