ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকের প্রহারে হাসপাতালে ছাত্র!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
শিক্ষকের প্রহারে হাসপাতালে ছাত্র! আহত ছাত্র কাওসার মাহমুদ-ছবি-আরিফ জাহান

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দুই শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহত কাওসার মাহমুদ (১৪) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

 

কাওসার পণ্ডিতপুকুর বাজার এলাকার হাসান মাহামুদের ছেলে ও উপজেলার ভাটরা ইউনিয়নের পণ্ডিতপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।  

বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় ইউএনও মোসা. শরিফুন্নেসা বাংলানিউজকে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।  

কাওসারের বাবা হাসান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের নির্দেশে সহকারী শিক্ষক আমজাদ হোসেন (অবসরপ্রাপ্ত) কাওসারকে অফিসকক্ষে ডেকে নিয়ে আসেন।  

পরে অফিস কক্ষের দরজা বন্ধ করে তারা বেত দিয়ে কাওসারকে প্রহার করেন। এরপর প্রধান শিক্ষক স্কুল থেকে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আমার স্ত্রীকে কল করেন। ব্যাপারটি স্ত্রী আমাকে জানালে আমরা স্কুলে গিয়ে ছেলেকে আহত অবস্থায় দেখতে পাই। আমি শিক্ষকদের কাছে ছেলের অপরাধ সর্ম্পকে জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেননি।  

অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।  

এদিকে তদন্ত সাপেক্ষ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইউএনও শরিফুন্নেসা।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমবিএইচ/আরআর/আরআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।