বুধবার (০১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বেনাপোল-পুটখালী সড়কের বারোপোতা এলাকা থেকে টাকাসহ তাকে আটক করা হয়।
আটক যুবক পুটখালী গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে।
বিজিবি জানায়, সন্ধ্যায় ভারত থেকে বাংলাদেশি টাকা নিয়ে মুদ্রা পাচারকারী উজ্জ্বল বেনাপোলে ঢোকেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করে। এসময় সন্দেহভাজন হিসেবে উজ্জ্বলকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এসময় তার কোমরে তিন লাখ ৪০ হাজার টাকা পাওয়া যায়।
পুটখালী ২১ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় বাংলানিউজকে জানান, আটক মুদ্রা পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসআই