ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি অবস্থায় মৃত্যুবরণকারী কর্মীদের অনুদানের চেক বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
চাকরি অবস্থায় মৃত্যুবরণকারী কর্মীদের অনুদানের চেক বিতরণ চাকরি অবস্থায় মৃত্যুবরণকারী কর্মীদের অনুদানের চেক বিতরণ-ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের ১৫টি পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

তিনি জানান, সরকারি বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কর্মকর্তা/কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০১৩ অনুযায়ী মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমএএএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।