ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের কণ্ঠে সঠিক ইতিহাস শুনছে শিক্ষার্থীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
মুক্তিযোদ্ধাদের কণ্ঠে সঠিক ইতিহাস শুনছে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের কণ্ঠে সঠিক ইতিহাস শুনছে শিক্ষার্থীরা

লক্ষ্মপুর: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বুধবার (০১ মার্চ) অগ্নিঝরা মার্চের প্রথম দিন সকালে উপজেলার তোয়াহার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের কণ্ঠে শুনেছে যুদ্ধকালীন স্মৃতি ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। যুদ্ধের সময় রাজাকার ও পাকিস্তানিদের বর্বরতা, লুট, ধর্ষণসহ নানা নির্যাতনের কথা তুলে ধরেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন ও মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম।

এসময় ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ডেপুটি কমান্ডার সহিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম,  মুক্তিযোদ্ধা আবুল কাসেম, তোয়ার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জায়েদ বিল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জেসিকাসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও সে সময়ের পরিস্থিতি জেনে সত্যিই ভালো লাগছে। আমরা উপকৃত হচ্ছি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পেরে গর্ব হচ্ছে। আজ যেন আবার সেই বিজয়ের স্বাদ অনুভব করছি।

ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মার্চ মাসের মধ্যে মুক্তিযোদ্ধারা স্কুল-কলেজ ও মাদ্রসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাবেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।