বুধবার (০১ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা সদরের কাপ্তাই হ্রদের কাইন্দার মুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার (নৌ-বাহিনী) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, জেলা সদরের কাপ্তাই হ্রদের কাইন্দার মুখ এলাকায় মাছ ধরার অপরাধে পাঁচ জনকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত সরঞ্জমাদি এবং অটকদের জেলা প্রশাসনের ভ্র্যাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট (এনডিসি) মো. ফারুক সুফিয়ান বাংলানিউজকে জানান, কাপ্তাই হ্রদ থেকে উদ্ধারকৃত মাছ শিকারের অবৈধ সরঞ্জামাদি এবং আটক ব্যক্তিদের আদালতে হস্তান্তর করেছে বিএফডিসি। অপরাধীদের ঘটনাস্থলে হাতেনাতে ধরতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মানুযায়ী আটক ব্যক্তিদের খালাস দেওয়া হয়েছে। তবে উদ্ধারকৃত অবৈধ বেড জাল পুড়িয়ে ফেলার নির্দেশ এবং উদ্ধারকৃত অন্যান্য সরঞ্জমাদি বৃহস্পতিবার (০২ মার্চ) উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
এনটি