ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক ৫ কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক ৫

রাঙামাটি: কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ ধরার অপরাধে পাঁচ জনকে আটক করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি। এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি কাঠের নৌকা, ২০০ হাত বেড জাল এবং অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়।

বুধবার (০১ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা সদরের কাপ্তাই হ্রদের কাইন্দার মুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার (নৌ-বাহিনী) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, জেলা সদরের কাপ্তাই হ্রদের কাইন্দার মুখ এলাকায় মাছ ধরার অপরাধে পাঁচ জনকে আটক করা হয়েছে।

এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, দুইটি কাঠের নৌকা যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, ২০০ হাত বেড জাল যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা এবং অক্সিজেন ডাইভিং যন্ত্রপাতি জব্দ করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জমাদি এবং অটকদের জেলা প্রশাসনের ভ্র্যাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট (এনডিসি) মো. ফারুক সুফিয়ান বাংলানিউজকে জানান, কাপ্তাই হ্রদ থেকে উদ্ধারকৃত মাছ শিকারের অবৈধ সরঞ্জামাদি এবং আটক ব্যক্তিদের আদালতে হস্তান্তর করেছে বিএফডিসি। অপরাধীদের ঘটনাস্থলে হাতেনাতে ধরতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মানুযায়ী আটক ব্যক্তিদের খালাস দেওয়া হয়েছে। তবে উদ্ধারকৃত অবৈধ বেড জাল পুড়িয়ে ফেলার নির্দেশ এবং উদ্ধারকৃত অন্যান্য সরঞ্জমাদি বৃহস্পতিবার (০২ মার্চ) উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।