বুধবার (০১ মার্চ) জেলা পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সুপার (এসপি) এম. শামসুল হক মিলনায়তনে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭’ উপলক্ষে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যাতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান (বিপিএম) বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা বাহিনীকে গৌরবান্বিত করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, আরআরএফ কমান্ড্যান্ট মাহমুদুর রহমান পিপিএম।
সিলেট রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া ও এসএমপি এডিসি ফাল্গুনী পুরকায়স্থ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নিহত পুলিশ পরিবারের সদস্য, সিলেট বিভাগের সব পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ, সহকারী পুলিশ সুপাররাসহ বাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
এনইউ/আরআইএস/আইএ