নিহত সাইফুল ইসলামের বাবা শামসুর রহমান ই-ব্লকের পানির ট্যাংকি এলাকায় রাস্তায় সবজি বিক্রি করেন। তিনি জানন, সাইফুল তার সঙ্গে সবজির দোকানেই ছিলেন।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে কর্তব্যরত চিকিৎসব রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন। সাইফুলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এজেডএস/এমজেএফ