ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
পল্লবীতে ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা: রাজধানীর পল্লবীতে সাইফুল ইসলাম (১৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (০১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলামের বাবা শামসুর রহমান ই-ব্লকের পানির ট্যাংকি এলাকায় রাস্তায় সবজি বিক্রি করেন। তিনি জানন, সাইফুল তার সঙ্গে সবজির দোকানেই ছিলেন।

রাত সাড়ে আটটার দিকে দুই যুবক এসে সাইফুলের সঙ্গে বিবাদে জড়ায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে কর্তব্যরত চিকিৎসব রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন। সাইফুলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।