ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
নবীনগরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি গ্রামে ডাকাতির সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। গণপিটুনিতে ডাকাত দলের আরও ৪ সদস্য আহত হন।

নিহতরা হলেন, রসুল্লাবাদ ইউনিয়ের এনামুল হক (৪২) ও শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের ইয়াসিন মিয়া (৩৫)।

বুধবার (০১ মার্চ) রাত ১০টার দিকে নবীনগর থানার সাতমুড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সেন্টু মেম্বারের বাড়িতে ডাকাতির সময় গ্রামবাসীর হাতে ধরা পড়েন ডাকাতরা।

গণপিটুনিতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডাকাত মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গণপিটুনিতে নিহত দুই ডাকাতের বিরুদ্ধে ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।