ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইমিগ্রেশন অধিদফতরের শ্রেষ্ঠ কর্মকর্তা আবজাউল আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
ইমিগ্রেশন অধিদফতরের শ্রেষ্ঠ কর্মকর্তা আবজাউল আলম পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান

রাজশাহী: শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবজাউল আলম। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাকে পুরস্কৃত করেন।

আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট কার্যালয় দালাল মুক্ত করে সেবাবান্ধব পরিবেশ সৃষ্টি, সেবা সহজীকরণ, নতুন উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়ন, দক্ষ অফিস ব্যবস্থাপনার জন্য সম্প্রতি তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

প্রসঙ্গত, রাজশাহী বিভাগীয় পাসপোর্ট কার্যালয় থেকে ২০১০ সাল থেকে এ পর্যন্ত তিন লক্ষাধিক মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিতরণ করা হয়েছে। ভিসা দেওয়া হয়েছে ১ হাজার ১শ’৫০টি। এর মধ্যে দিয়ে সরকারের প্রায় ৯০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।