বুধবার (১ মার্চ ) দিবাগত রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ এ জরিমানা করেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে আব্দুল মতিনকে তার বাড়ি থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৫) সদস্যরা।
আব্দুল মতিন সদর উপজেলার কাফুরিয়া জলাপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
র্যাব-৫, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আব্দুল মতিন লাইসেন্স ব্যাতিরেকেই দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আব্দুল মতিন অপরাধ স্বীকার করেন। এ সময় বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমজেএফ