ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বগুড়া: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমাণ্ডার আলামিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি (২৩) নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০১ মার্চ) দিনগত রাত ৩টার উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলামিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের দুরুল হকের ছেলে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ৮টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েকজন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার আলামিন গুলিবিদ্ধ হন।

পরে গুলিবিদ্ধ আলামিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলামিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি শেরপুর উপজেলার মহিপুর জুয়ানপুর কুটিরভিটা গ্রামে বোমা বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি ছিলেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭/আপডেট: ০৯০৫ ঘণ্টা
এমবিএইচ/এমজেএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।