ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে জাটকা নিধনের অপরাধে ২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
মতলবে জাটকা নিধনের অপরাধে ২ জেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় জাটকা নিধনের অপরাধে দুই জেলেকে ১ বছর দশ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০১ মার্চ) দিনগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- মুন্সীগঞ্জ জেলার সদর থানার বালিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. অলক মিয়াজী (৩৪) ও একই গ্রামের আব্দুল হাই মিজির ছেলে মো. খোরশেদ আলম (৩৬)।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, রাতে মোহনপুর এলাকায় টাস্কফোর্স এর সদস্যরা দুই জেলেকে আটক করেন। এ সময় ১০ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়।  

দণ্ডপ্রাপ্ত দুই জেলেকে বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে চাঁদপুর কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।