বুধবার (০১ মার্চ) দিনগত রাত সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনাস্থলে যাওয়া বড়দরগাঁ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ঠাঁকুরগাঁও অভিমুখী ‘রুপসী পরিবহন’র (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) বাসটি পীরগঞ্জ থানাধীন মকিমপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন, আহত হন ১৫-১৬ জন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার প্রাথমিক কারণ ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
জেডএস