ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

রংপুর: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫-১৬ জন। 

বুধবার (০১ মার্চ) দিনগত রাত সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনাস্থলে যাওয়া বড়দরগাঁ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ঠাঁকুরগাঁও অভিমুখী ‘রুপসী পরিবহন’র (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) বাসটি পীরগঞ্জ থানাধীন মকিমপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন, আহত হন ১৫-১৬ জন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার প্রাথমিক কারণ ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।