ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে দস্যু বাহিনীর গুলিবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
সুন্দরবনে র‍্যাবের সঙ্গে দস্যু বাহিনীর গুলিবিনিময়

বাগেরহাট: সুন্দরবনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর সঙ্গে একটি দস্যু বাহিনীর গুলি বিনিময় হয়েছে।বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুখ পাড়ার চর এলাকায় এ বন্দুকযুদ্ধ শুরু হয়েছে।

র‌্যাযাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ওই এলাকায় অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দুকযুদ্ধ চলছিল।

 

র‍্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।