বুধবার (০১ মার্চ) দিনগত রাতে দারুসসালাম থানায় দায়ের করা এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এক হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, দু’টি মামলার বাদী পুলিশ।
ধর্মঘটের নামে গত মঙ্গল (২৮ ফেব্রুয়ারি) ও বুধবার (০১ মার্চ) গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকরা তাণ্ডব চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি রেকারে আগুন ধরিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
পিএম/জেডএস