র্যাব জানায়, নিহত বনদস্যুর নাম বিল্লাল মীর ওরফে কানা বিল্লাল।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দু’টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান ও একটি শর্টগান, ৭৭ রাউন্ড গোলাবারুদ ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন মালপত্র জব্দ করা হয়েছে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুন্দরবনের ওই এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি মরদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা জানান যে নিহত ব্যক্তি বনদস্যু শামসু বাহিনীর সদস্য বিল্লাল মীর।
তিনি আরো জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং নিহত বিল্লালের মরদেহ বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।
বিল্লাল এর আগে সুন্দরবনের দস্যু রাজু বাহিনীর সদস্য ছিলেন। পরে রাজু বিদেশে চলে গেলে তিনি অন্য দস্যু বাহিনীর সঙ্গে যুক্ত হয়। সবশেষে শামসু বাহিনীতে যোগ দিয়ে পূর্ব সুন্দরবনে আসা জেলে-বাওয়ালীদের জিম্মি করে চাঁদা আদায় করতেন বিল্লাল।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই