মাদক ও চোরাচালান রোধে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের সদস্যরা প্রায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ করে আসছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গেল ফেব্রুয়ারি মাসে ৫৩ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা।
সর্দারপাড়া, দাঙ্গাপাড়া, মাস্টারপাড়া, গঙ্গাগাছ, উত্তর গোতামারী, ফলিমারীরচর, ভুটিয়ামঙ্গল, ডিগ্রিরচর, চওরাটারী, ফাঁড়িঘাট, আমঝোল এবং চন্দ্রপুরসহ ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা বিভিন্ন গ্রাম হয়ে এসব পণ্য দেশে পাচার করে নিয়ে আসছে চোরাকারবারীরা।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে জানান, চোরাচালান বন্ধ করতে বিজিবি'র অভিযান চলবে।
চোরাচালান রোধে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি'কে সহযোগিতা করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই