ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারিতে লালমনিরহাটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
ফেব্রুয়ারিতে লালমনিরহাটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

লালমনিরহাট: কাঁটাতারের বেড়া না থাকায় লালমনিরহাটের ২২ কিলোমিটার সীমান্ত পথকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে চোরাকারবারীরা। মাদকদ্রব্য পাচার চোরাকারবারীদের মূল টার্গেট হলেও মাদকের পাশাপাশি ভারতীয় প্রসাধন সামগ্রী, শার্ট-প্যান্ট, শাড়ি, বাইসাইকেলের যন্ত্রাংশ, মশলা, গরুসহ অনেক কিছুই চোরাই পথে আনছে তারা।

মাদক ও চোরাচালান রোধে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের সদস্যরা প্রায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ করে আসছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গেল ফেব্রুয়ারি মাসে ৫৩ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা।

এসব পণ্যের মধ্যে রয়েছে ৫৭৯ বোতল ফেনসিডিল, ২৩৯ বোতল বিদেশি মদ, ১৮ কেজি গাঁজা, ৯৭টি গরু, ২৫০টি প্যান্ট পিস, ৪৩টি শাড়ি ও থ্রি পিস, ৮১টি লুজটায়ারসহ ছয়টি বাইসাইকেল। যার আনুমানিক দাম ৫৩ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকা।  

সর্দারপাড়া, দাঙ্গাপাড়া, মাস্টারপাড়া, গঙ্গাগাছ, উত্তর গোতামারী, ফলিমারীরচর, ভুটিয়ামঙ্গল, ডিগ্রিরচর, চওরাটারী, ফাঁড়িঘাট, আমঝোল এবং চন্দ্রপুরসহ ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা বিভিন্ন গ্রাম হয়ে এসব পণ্য দেশে পাচার করে নিয়ে আসছে চোরাকারবারীরা।
 
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে জানান, চোরাচালান বন্ধ করতে বিজিবি'র অভিযান চলবে।  

চোরাচালান রোধে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি'কে সহযোগিতা করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।