ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সার্কের নতুন মহাসচিবের দায়িত্ব নিলেন আমজাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
সার্কের নতুন মহাসচিবের দায়িত্ব নিলেন আমজাদ

ঢাকা: সার্কের নতুন মহাসচিব হিসেবে ৩ বছরের জন্য দায়িত্ব নিয়েছেন আমজাদ হোসেন সিয়াল। বুধবার (০১ মার্চ) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন বলে নেপালে সার্ক সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমজাদ নেপালের অর্জন বাহাদুর থাপার স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তানের ঝানু কূটনীতিক আমজাদ ৩৩ বছর ধরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করেছেন।



তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ থেকে প্রতিরক্ষা ও কৌশল প্রণয়ন বিষয়ে ডিগ্রি নিয়েছেন। তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পাকিস্তানের পক্ষে পরিচালক হিসেবে (২০০৩-০৬) দায়িত্ব পালন করেছেন।

আমজাদ তাজাকিস্তানে পাকিস্তানের রাষ্টদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সার্কের মহাসচিব হিসেবে যোগাদানের ঠিক আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আমজাদ সিয়ালেন মনোনয়নে চূড়ান্ত সম্মতি দিয়ে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বর্তমান সভাপতি নেপালকে চিঠি দেয়। তার আগে ২২ ফেব্রুয়ারি সম্মতি দিয়েছে ভারত। পূর্বেই এ দু’টি দেশ ছাড়া সব দেশই আমজাদ সিয়ালের বিষয়ে সম্মতি দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।